ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

কোরিয়ান সিনেমার হিন্দি রিমেকে সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
কোরিয়ান সিনেমার হিন্দি রিমেকে সালমান খান সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান দক্ষিণ কোরিয়ার সুপারহিট সিনেমা ‘ভেটেরান’র হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন। এ নিয়ে আগে গুঞ্জন ছড়ালেও এবার ‘ভাইজান’ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

থ্রিলার গল্পের সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন কোরিয়ান সুপারস্টার হাওয়াং জং-মি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, আমি ‘ভেটেরান’য় অভিনয় করছি। আতুল এর স্বত্ব নিয়েছেন। এটি চমৎকার একটি সিনেমা। আমরা সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’র পর সিনেমাটির কাজ শুরু করবো।

৫৩ বছর বয়সী এই অভিনেতা শিগগিরই ‘দাবাং থ্রি’র শুটিং করবেন। এছাড়া তিনি ‘ভারত’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমাটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ‘ওডে টু মাই ফাদার’র রিমেক।

এদিকে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘ইনশাল্লাহ’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।