ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

এবিএম সুমনের ‘ধোঁকা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
এবিএম সুমনের ‘ধোঁকা’ ‘ধোঁকা’র একটি দৃশ্যে এবিএম সুমন

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন অভিনেতা এবিএম সুমন। ‘ইন্দুবালা’ ও ‘কুয়াশা’র পর সম্প্রতি ‘ধোঁকা’ নামের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

অনন্য মামুন পরিচালিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। ২ থেকে ২২ ফেব্রুয়ারি শুটিংয়ে অংশ নেনে এই অভিনেতা।

এবিএম সুমন বাংলানিউজকে বলেন, ‘ওয়েব সিরিজে কাজ করতে আমি সবসময় উপভোগ করি। ‘ধোঁকা’তে আমি এক বহিষ্কৃত আর্মি গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছি। যে কিনা শত্রু পক্ষের ধোঁকার পড়ে চাকরি হারান। এরপর লড়াই করেন তাদেরই বিরুদ্ধে। ’

‘বালির খুব সুন্দর সুন্দর লোকেশনে ওয়েব সিরিজটির শুটিং হয়েছে। ‘ধোঁকা’ গল্প ও লোকেশন দেখে দর্শকের বেশ ভালো লাগবে’, যোগ করেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই তারকা।

‘ধোঁকা’তে সুমনের বিপরীতে অভিনয় করেছেন আইরিন সুলতানা। এতে আরও অভিনয় করেছেন আঁচল, সাঞ্জু, ইমতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।