ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

বেলালের কণ্ঠে আনন্দের গান ‘ঝড়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
বেলালের কণ্ঠে আনন্দের গান ‘ঝড়’ সেতু হায়দার-বেলাল খান

সঙ্গীতশিল্পী বেলাল খান ‘ঝড়’ শিরোনামের নতুন গানচিত্র নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর-সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন বেলাল।

সঙ্গে রয়েছেন সেতু হায়দার। ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন,  নতুন গানের কথাগুলো খুব সুন্দর। চমৎকার সুর-সঙ্গীত করেছেন মার্সেল। সব মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।

এ প্রসঙ্গে গীতিকবি তারেক আনন্দ বলেন, গানটি নিয়ে আমি খুব আশাবাদি। ভিডিওর যুগে আমি চেয়েছিলাম, গানটির যেনো ভালো একটি ভিডিও হয়। শেষ পর্যন্ত সেটি হয়েছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।

এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক মার্সেল বলেন, এই গানে বেলাল খানকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। গানটি শুনলেই শ্রোতারা তা বোঝতে পাবেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।