ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল ‘আভাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
নতুন গান নিয়ে আসছে ব্যান্ডদল ‘আভাস’ আভাস ব্যান্ডের সদস্যরা

শিরোনামহীন ছাড়ার পর ‘আভাস’ নামের ব্যান্ড গড়েন তানযীর তুহিন। এরমধ্যেই ‘মানুষ-১’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। গত বছরের (২০১৮) ১৫ মে গানটি প্রকাশ হয়।

এবার ‘আভাস’ তাদের দ্বিতীয় গান ব্যান্ডের নামে(আভাস) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আভাস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে তানযীর তুহিন জানিয়েছেন।

‘কত প্রশ্নের বনে হারিয়ে-জড়িয়ে/বোঝে না তবু এ মন/শান্ত নিবিড় পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন’- এমন কথার গানটি রচনা করেছেন মিহন। গান তৈরির বাকী কাজগুলো আভাস’র।

গানটি প্রসঙ্গে বাংলানিউজকে আভাস ভোকালপ্রধান তানযীর তুহিন বলেন, শ্রোতাদের জন্যই তো গান তৈরি করি। তাদের ভালো লাগলেই কাজটি সার্থক হয়। সেই চিন্তা থেকে কাজটি সর্বোচ্চ ভালো করার চেষ্টাই করেছি। বাকীটা শ্রোতারা বিচার করবেন।  

এরইমধ্যে গানটির ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ। এর ভিডিও নির্মিত হয়েছে পুরান ঢাকায়।  

আভাস ব্যান্ডের লাইনআপ- তুহিন (ভোকাল), সুমন (লিড গিটার), রাজু (বেস গিটার), রিংকু (ড্রামস), শাওন (কি-বোর্ডস)।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।