ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাপ্পুর ‘পথের কাটা’য় সাব্বির-রুহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
পাপ্পুর ‘পথের কাটা’য় সাব্বির-রুহি ‘পথের কাটা’র একটি দৃশ্যে সাব্বির ও রুহি

‘আমি হইয়াছি তার চোখের বালি/সংসার আমার চোরাবালি/আমি পথের কাটা সরলে নাকি শিরনী বিলাইবো/আমি মরলে নাকি পরাণ বন্ধের বুক জুড়াইবো’-এমন কথায় নতুন একটি গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী সাদমান পাপ্পু।

শুক্রবার (১১ জানুয়ারি) ‘পথের কাঁটা’ শিরোনামের গল্পনির্ভর গানটির ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মাসুম তাসলিম।

সঙ্গীতায়োজনে শাহরিয়ার রাফাত।

একজন প্রেমিক তার প্রেমিকাকে সিনেমার নায়িকা হিসেবে তৈরি করার গল্প নিয়ে ভিডিওটি নির্মিত হয়েছে। যে গল্পে রয়েছে প্রেমিকাকে হারানোর বেদনা। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন  সৈকত রেজা।   এতে মডেল হয়েছেন সাব্বির অর্ণব, রুহি আফরোজ ও আনান খান।

সাদমান পাপ্পু বলেন, আমার প্রিয় একটি গান। গানের সঙ্গে দারুণ একটা গল্প তৈরি হলো ভিডিওটির মাধ্যমে। আশা করছি সবার ভালো লাগবে।

**'পথের কাটা'র গান-ভিডিও
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।