ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবারো বরুণের নায়িকা শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
আবারো বরুণের নায়িকা শ্রদ্ধা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর

শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। দ্বিতীয় পর্বের মতো ‘এবিসিডি থ্রি’তেও জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটিতে বরুণের অভিনয় করার বিষয়টি আগেই জানানো হয়েছিলো। এবার জানানো হলো শ্রদ্ধার কথা।

শ্রদ্ধার সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করে ‘এবিসিডি থ্রি’তে ফের জুটিবদ্ধ হওয়ার বিষয়টি জানান বরুণ।  

সিনেমাটি প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, রেমো, প্রভূদেবা ও বরুণের সঙ্গে আবারো কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। নতুন প্রজেক্টে আমরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেবো।

বরুণ-শ্রদ্ধার পাশাপাশি নতুন কিস্তিতে দেখা যাবে নৃত্য পরিচালক ধর্মেশ ইয়েলান্ডে, পুণিত পাঠাক, রাঘব জুয়ালকেও।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।