ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিত শেঠির ‘রাজ ভাই’তে অজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
রোহিত শেঠির ‘রাজ ভাই’তে অজয় রোহিত শেঠি ও অজয় দেবগন

আবারও পর্দা কাঁপাতে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন বলিউড নির্মাতা রোহিত শেঠি ও অভিনেতা অজয় দেবগন।

‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি টিমটি আস্থাবিনায়ক সিনে ভিশন লিমিটেডের কর্ণধার হারশাদ মেহতার সিনেমায় এক হচ্ছেন। হারশাদ বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ ভাই নামে পরিচিত।

কিছুদিন আগে অর্থ জালিয়াতি মামলায় তিনি গ্রেফতার হন এবং বর্তমানে কারাগারে আছেন।

‘গোলমাল’ ও ‘বল বচ্চন’ সিনেমা আস্থাবিনায়ক থেকে লগ্নি করা হয়। রোহিত শেঠি সিনেমা দু’টি নির্মাণে অনেক স্বাধীনতা পান।

সূত্র বলছে, ‘সুরিয়াবানশি’ সিনেমার পর রোহিত শেঠি নতুন সিনেমা ‘রাজ ভাই’র প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে রয়েছেন অজয় দেবগন। মজার ব্যাপার হচ্ছে রাজ ভাই’র জন্য এই সিনেমাতে রোহিত ও অজয় কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। ’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রোহিত শেঠির ‘সিম্বা’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এতে অভিনয় করেছেন রণবীর সিং ও সারা আলী খান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।