ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অজিতের সঙ্গে ‘পিঙ্ক’র রিমেকে বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
অজিতের সঙ্গে ‘পিঙ্ক’র রিমেকে বিদ্যা বালান বিদ্যা বালান ও অজিত কুমার

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত হিন্দি সিনেমা ‘পিঙ্ক’র রিমেক হচ্ছে তামিল ভাষায়। রিমেক ভার্সনে অমিতাভ বচ্চনের চরিত্রটিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার অজিত কুমার।

সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। প্রথমবার তাকে অজিত কুমারের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে।

সিনেমাটির প্রযোজক বনি কাপুর বলেন, তামিল মার্কেটের কথা মাথায় রেখে মূল গল্প থেকে রিমেক ভার্সনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আর সে অনুযায়ী বিদ্যার চরিত্রটিও লেখক তৈরি করেছেন।

এর আগে ‘পিঙ্ক’র রিমেকে অভিনয় করার জন্য শ্রীদেবীকে অজিত প্রস্তাব দিয়েছিলেন। তখন এতে কাজ করার জন্য মতও দিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি।

‘পিঙ্ক’র গল্প লিখেছেন সুজিত সরকার, রিতেশ শাহ ও অনুরুদ্ধ রায় চৌধুরী। এতে অমিতাভ বচ্চনের সঙ্গে আরও অভিনয় করেছিলেন তাপসী পান্নু ও কৃতি কুলহারি। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে।

২০১৯ সালের ১ মে ‘পিঙ্ক’র রিমেক ভার্সন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।