ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইমরান হাশমির ‘চিট ইন্ডিয়া’ আসছে ১৮ জানুয়ারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ইমরান হাশমির ‘চিট ইন্ডিয়া’ আসছে ১৮ জানুয়ারি 'চিট ইন্ডিয়া'র একটি দৃশ্যে ইমরান হাশমি

বছরের প্রথম মাসে বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘চিট ইন্ডিয়া’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে পূর্ব নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে অর্থাৎ ১৮ জানুয়ারি ‘চিট ইন্ডিয়া’ মুক্তি পাবে।

শুক্রবার (০৪ জানুয়ারি) সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

মুক্তির নতুন তারিখ প্রসঙ্গে ইমরান হাশমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমার সিনেমা ‘চিট ইন্ডিয়া’ এক সপ্তাহ আগে ১৮ জানুয়ারি মুক্তি পাচ্ছে। দেখা হবে প্রেক্ষাগৃহে।

সৌমিক সেন পরিচালিত ‘চিট ইন্ডিয়া’তে শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও নানা অনিয়মের চিত্র উঠে আসবে।

সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার বলেন, কোনও চাপ থেকে নয়, শুধুমাত্র ব্যবসায়িক দিক চিন্তা করে তারিখ পরিবর্তন করেছি।

এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘মণিকর্ণিকা’ ও ‘ঠাকরে’। মূলত এই দুই সিনেমার সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা এড়িয়ে যেতেই ‘চিট ইন্ডিয়া’ এক সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।