ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে কলকাতার নজরুল মঞ্চে ফাহমিদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
জন্মদিনে কলকাতার নজরুল মঞ্চে ফাহমিদা ফাহমিদা নবী

কলকাতার নজরুল মঞ্চে শুক্রবার (৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘বাংলা উৎসব ২০১৯’। ‘দুই বাংলা সীমানা ভুলে একই সুরে’ শ্লোগানে তিন দিনের এই উৎসব ০৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ০৬ জানুয়ারি পর্যন্ত।

এদিকে শুক্রবার (০৪ জানুয়ারি) গুণী সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। শুভদিনে কলকাতার নজরুল মঞ্চে উপস্থিত দর্শক-শ্রোতাদের গান শোনাবেন তিনি।

 

নজরুল মঞ্চে গান গাওয়া প্রসঙ্গে ফাহমিদা বাংলানিউজকে বলেন, এবারের জন্মদিনটা অন্তত ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কলকাতার নজরুল মঞ্চের কথা মাথায় আসলেই মনে পড়বে জন্মদিনের কথা। আরেকটা বিষয়, তিন দিনের এ উৎসবে আমার পরিবেশনা ৫ অথবা ৬ জানুয়ারিও হতে পারতো। কিন্তু ব্যাটে বলে এক হয়ে ৪ জানুয়ারিই মিলে গেলো, আমার জন্মদিনে। ভাবতেই ভালোই লাগছে।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) কলকাতায় পাড়ি দিয়েছেন ফাহমিদা। তাই বাংলা উৎসব’র পাশাপাশি এবারের জন্মোৎসবটাও কলকাতাতেই পালন করতে হচ্ছে তাকে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।