ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অর্জুন-মালাইকাকে আশীর্বাদ করলেন অনিল কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
অর্জুন-মালাইকাকে আশীর্বাদ করলেন অনিল কাপুর! অর্জুনের সঙ্গে মালাইকা ও অনিল কাপুর

বেশ কয়েক মাস ধরেই অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেমের গুঞ্জন বইছে বলিউড পাড়ায়। এখন বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হচ্ছেন তারা।

শুধু তাই না, সম্প্রতি মালাইকা তার নাম থেকে খান পদবীও বাদ দিয়েছেন। গলায় ‘এএম’ লকেট ঝুলিয়ে প্রমাণ করলেন তাদের সম্পর্কের গভীরতার বিষয়টিও।

তাদের প্রেমের বিষয়টি যখন পরিষ্কার হয়ে গেছে, তখন কাপুর পরিবার থেকে কোন রকম আপত্তি বার্তা এখনো পর্যন্ত শোনা যায়নি।

বরং গেলো বড়দিনের আগে নিজের ৬২তম জন্মদিনে নাকি অর্জুন কাপুরকে অভিনন্দন ও আশীর্বাদ বার্তা দিয়েছেন চাচা অনিল কাপুর।

এর আগেও অনিল কাপুর তাদের সম্পর্ক নিয়ে জানান, অর্জুন ও মালাইকা তাদের সম্পর্ক নিয়ে খুশি থাকলে কাপুর পরিবারের কোন আপত্তি নেই। অর্জুন নিজের মত ভালো থাকুক সেটিই চান অনিল।

অর্থাৎ কাপুর পরিবার থেকে কোনো রকম আপত্তিই নেই তাদের প্রেম নিয়ে। তাই বলাই যেতে পারে, এখন শুধু অর্জুন-মালাইকার সাত পাকে বাঁধা পড়ার আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি।

২০১৬ সাল থেকে বলিউড অভিনেতা আরবাজ খান ও মালাইকা আলাদাভাবে থাকতে শুরু করেন। ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। শোনা গিয়েছিল, এর কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। যদিও তা নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।