ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিত করের সঙ্গীতায়োজনে বিশ্বজিতের ‘রাজহংসী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
অমিত করের সঙ্গীতায়োজনে বিশ্বজিতের ‘রাজহংসী’ কুমার বিশ্বজিৎ। ছবি: ফাইল ফটো

সম্প্রতি অমিত করের সুর-সঙ্গীতায়োজনে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি গুণী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ‘রাজসংহী’।

‘রাজহংসী জলের মাঝে/কর তুমি খেলা/রাজহংসী মনটা তোমার/ডাঙ্গায় কেনো তোলা’- এমন কথার গানটি লিখেছেন বাবর বখত।  

নতুন বছরের (২০১৯) জানুয়ারির মাঝামাঝিতে প্রযোজনা প্রতিষ্ঠা জি-সিরিজ থেকে গানটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে অমিত কর বাংলানিউজকে বলেন, বিশ্বজিতদা গুণী মানুষ। ওনার সঙ্গে কাজ করাটা যে কারোর জন্যই আনন্দের। আমি দাদার সঙ্গে আগেও কাজ করেছি। এবার করলাম ‘রাজহংসী’ শিরোনামের গানটি। কথা, সুর-সঙ্গীত মিলিয়ে গানটি ভালো হয়েছে। দাদাও গানটিও খুব প্রশংসা করেছেন। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।