ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হবিগঞ্জে ৪ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
হবিগঞ্জে ৪ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

হবিগঞ্জ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্মল চলচ্চিত্র চর্চার আন্দোলনের ধারাবাহিকতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের শুরু হবে।

হবিগঞ্জ জেলা কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লাঠি খেলা, সমান্তরাল যাত্রা, দৃষ্টি হারা গল্প, এ লেটার গড, মন ফড়িং, স্বপ্নপাখি ও রাজপুত্তুর প্রদর্শন করা হবে।

এছাড়া অনুষ্ঠানের বাকি তিনদিনও বিভিন্ন ঐতিহ্যবাহী বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এই উৎসবে। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।