ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দাবাং থ্রি’তে মৌনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘দাবাং থ্রি’তে মৌনি মৌনি রয় (ছবি: সংগৃহীত)

বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজিগুলো মধ্যে ‘দাবাং’ অন্যতম। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে এর দৃশ্যধারণ। আগের দুই কিস্তির মতো এবারও প্রধান চরিত্রে পাওয়া যাবে সালমান খানকে।

‘দাবাং’ ও ‘দাবাং টু’-এর মতো সালমানের বিপরীতে নায়িকা হিসেবে পাওয়া যাবে বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে।

চমকপ্রদ তথ্য হলো- ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনি রয়।

সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

সোনাক্ষি সিনহা, সালমান খান ও মৌনি রয়রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির দৃশ্যধারণ নিয়ে কাজ করছেন সালমান খান। এর কাজ শেষ হলেই ‘দাবাং থ্রি’র শ্যুটিং শুরু করবেন বলিউডের এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।