ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হঠাৎ তাদের দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
হঠাৎ তাদের দেখা ছবি: সংগৃহীত

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বলিউড ও ক্রিকেট তারকাদের জন্য আরও একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তারা। এজন্য শুক্রবার (২২ ডিসেম্বর) মুম্বাই ফিরেছেন এই নব-দম্পতি।

এদিকে, গত ২০ ডিসেম্বর হরিয়ানার পতৌদি প্রসাদে ছেলে তৈমুরের প্রথম জন্মদিন পালন শেষে শুক্রবার (২২ ডিসেম্বর) মুম্বাই ফিরেছেন সাইফ আলি খান-কারিনা কাপুর খান দম্পতি।

মজার ব্যাপার হলো- মুম্বাই বিমানবন্দরে বিরুষ্কা দম্পতির সঙ্গে দেখা হয় সাইফিনা দম্পতির।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।