ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পেছালো পূজার ‘নূরজাহান’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
পেছালো পূজার ‘নূরজাহান’ পূজা অভিনীত সিনেমা ‘নূরজাহান’ ছবি: সংগৃহীত

ঢাকা: ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অভিমন্যু মুখার্জি পরিচালিত ‘নূরজাহান’ চলচ্চিত্রটি। কিন্তু সেটি মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে।

মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। এমনটি জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটি জানানো হয়েছে। সেখানে বলা হয়, ভালোবাসা দিবস উপলক্ষে ‘নূরজাহান’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একই সময় মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু ও আরিফিন শুভ পরিচালিত ‘ভালো থেকো’। তাই পূজার নূরজাহান পেছানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশেই নয়, কলকাতায়ও যৌথ প্রযোজনার এই ছবি একই দিনে মুক্তি পাবে।

ছবিটিতে বাংলাদেশের পূজা চেরি রায়ের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদ্রিত।  

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রাজ চক্রবর্তী প্রোডাকশনস। ‘নূরজাহান’ ২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ‘সাইরাত’র রিমেক।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।