ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শখের কথা রাখেননি নিশো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
শখের কথা রাখেননি নিশো নিশো ও শখ (সংগৃহীত ছবি)

সামির কখনও কাউকে ‘না’ বলতে পারেন না। যখন যে যাই বলুক তিনি সবসময় বলেন ‘ইয়েস’।

কিন্তু ‘ইয়েস’ বলেও কখনও কারো সঙ্গে কথা রক্ষা করতে পারেন না সামির। যার কারণে বিরক্ত অনিকা।

যদিও সামির অনিকাকে অনেক ভালোবাসেন। এমন স্বভাবের জন্য অনিকা সামিরের প্রেমের প্রস্তাবে রাজি হন না। এভাবেই এগিয়ে যায় নাটক ‘ইয়েস’র গল্প। এতে অনিকার চরিত্রে অভিনয় করেছেন শখ ও সামিরের চরিত্রে আফরান নিশো।

নাটকটি পরিচালনা করেছেন তপু খান। শনিবার তিনি বাংলানিউজকে বলেন, একজন দায়িত্বজ্ঞানহীন যুবকের গল্প ‘ইয়েস’। যে কখনও কথা রাখতে পারেন না। নিশোকে নিয়ে এর আগে বেশ কিছু কাজ করেছি। কিন্তু শখের সঙ্গে এটা আমার প্রথম নাটক।

৫ ও ৭ ডিসেম্বর উত্তরায় নাটকটির শ্যুটিং হয়েছে। ‘ইয়েস’র মূল গল্প সাব্বির চৌধুরী’র। চিত্রনাট্য লিখেছেন রুম্মান রসীদ খান। নিশো-শখ ছাড়াও আরও অভিনয় করেছেন রিনা খান, লিওনা, আযাদ নাজমুল, বাসার বাপ্পী, বাপ্পা রাসেল, সৃষ্টি, অক্ষয়, নাজমুল ও শাহাদাৎ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।