ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫ দিনের শুটিংয়ে ৪ কেজি ওজন কমলো শহিদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
৫ দিনের শুটিংয়ে ৪ কেজি ওজন কমলো শহিদের পদ্মাবতীর শুটিংয়ে শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোন

ঢাকা: প্রতিদিন অন্তত প্রায় পৌনে এক কেজি করে মোট পাঁচ দিনে চার কেজি ওজন কমে গেছে শহিদ কাপুরের। কীভাবে?

বলিউডের এই ‘কিলার স্মাইলের’ অভিনেতার শরীরের ওজনের ‘অবনতি’ ঘটেছে মুক্তিপ্রতীক্ষিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবতী’তে শুটিংকালে।

শুটিংয়ে শহিদ চরিত্রের খাতিরে পাঁচ দিন ৩০ কেজি ওজনের একটি বিশেষ বর্ম পরেছিলেন।

সেজন্য তাকে চলাফেরাও করতে হয়েছে বেশ কায়দা-কানুন করে।

‘উড়তা পাঞ্জাব’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘পদ্মাবতীর শুটিংয়ের সময় আমাকে ৩০-৪০ কেজি ওজনের বর্ম পরতে হয়েছে। এতে পাঁচ দিনে চার কেজি ওজন কমে গেছে আমার।

আসলে কেবল এই ওজন-হ্রাস নয়, ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের জন্য পুরোটা সময়ই অনেক কায়িক পরিশ্রম করতে হয়েছে বলে জানান ‘হায়দার’ অভিনেতা।

এদিকে, ইতিহাস বিকৃতির অভিযোগে বিক্ষোভের মুখে স্থগিত রয়েছে ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের মুক্তি। এতে নাম ভূমিকায় রয়েছেন বলিউডের ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত দীপিকা। আর তার সঙ্গে রয়েছেন ‘বাজিরাও’ খ্যাত রণবীর সিং।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।