ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধূমপান ছাড়ছেন অজয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ধূমপান ছাড়ছেন অজয় ছবির দৃশ্যে অজয় দেবগন (ছবি: সংগৃহীত)

বদ অভ্যাস মাঝে মধ্যে মানুষকে অন্যের কাছে অপ্রিয় করে তোলে। আর তা যদি হয় ধূমপান! তাহলে তো কথাই নেই।

বলিউড পাড়ায় ধূমপায়ীদের নিয়ে প্রচুর অভিযোগ। চেন স্মোকার হওয়াতে তাদের ওপর অনেকেই বিরক্ত! সে তালিকায় রয়েছেন অজয় দেবগন।

তার ধূমপান নিয়ে আপত্তি শুধু স্ত্রী কাজলের নয়, গোটা বলিউডের।

তবে জানা যায়, ধূমপান ছাড়ার পণ করেছেন ‘দৃশ্যম’ খ্যাত এই তারকা। প্রথম ধাপ হিসেবে বেছে নিয়েছেন ই-সিগারেট। গত কয়েক মাস ধরে তিনি ই-স্মোকিং করছেন। কিছুদিন পর হয়ত একেবারেই ধূমপানকে বিদায় জানাবেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

তবে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ‘ধূমপান ক্যান্সারের কারণ’ বাক্যটি এখনও হুঁশ ফেরাতে পারেনি বলিউডের ভাইজান সালমান খানের। ধূমপান ছাড়ার পাত্র তিনি নন।

এদিকে লাভার বয় রণবীর কাপুর রয়েছেন অজয়ের দলে। তিনি বহুদিন ধরে ধূমপান থেকে বিরত থাকার চেষ্টায় মগ্ন। ২০১২ সালে একবার কয়েক মাসের জন্য ধূমপান থেকেও দূরে ছিলেন ‘রাজনীতি’ খ্যাত এই তারকা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।