ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মায়ের পছন্দে বিয়ে করবেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
মায়ের পছন্দে বিয়ে করবেন রণবীর কাপুর রণবীর কাপুর

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় তার আবির্ভাব। পর্দায় বাঁধার জুটির বাইরে পর্দার আড়ালেও অনেকের সঙ্গেই জড়িয়েছে তার নাম। ‌দীপিকা, ক্যাটরিনা, মাহিরা। কারোর সঙ্গে টেকেনি সম্পর্ক। শেষে মায়ের পছন্দেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, নীতু কাপুর নাকি ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করে দিয়েছেন। যেকোনো অনুষ্ঠানে গেলেই সুন্দরী মেয়েদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন।

ছেলেকে আর লাগামহারা করতে রাজি নন নীতু।  

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়ে কম জল ঘোলা হয়নি! যদিও রণবীর–মাহিরা সেসব গুজব অকপটে উড়িয়ে দিয়েছেন। ধূমপান নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাহিরাকে যেভাবে আক্রমণ করা হয়েছিল তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রণবীর। তাই নিয়ে দুজনের সম্পর্ককে নতুন রং চড়িয়েছিল সোশ্যাল মিডিয়া।

রণবীর আপাতত বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও মা নীতু কাপুর কিন্তু ছেলের বিয়ে দিতে মরিয়া। জোর কদমে শুরু করে দিয়েছেন মেয়ে খোঁজা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।