ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার চেয়ে এগিয়ে দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
প্রিয়াঙ্কার চেয়ে এগিয়ে দীপিকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

আর্ন্তজাতিক আকাশে বেশ উড়ছেন বলিউডের দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। গত মাসে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তির মধ্য দিয়ে হলিউডে অভিষেক হলো দীপিকার। অন্যদিকে মে মাসে ‘বেওয়াচ’-এর মাধ্যমে হলিউড মাতাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

তবে মজার ব্যপার হলো, দীপিকা ইতিমধ্যে তার ঝুলিতে হলিউডের দ্বিতীয় কাজ নিয়েছেন। এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।

একই ছবিতে তারও কাজ করার কথা।

শোনা যাচ্ছে, নির্মাতা সিদ্ধার্থ আনন্দ তার ইন্দো-চায়নিজ ছবিতে অভিনয়ের জন্য জন্য ঠিক করে ফেলেছেন বলিউডের এই দুই সুন্দরীকে। ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানিয়ে দিয়েছেন দীপিকা। তবে প্রিয়াঙ্কা এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। ছবিতে তাদের সহশিল্পী থাকবেন দেং চাও।

‘দ্য মারমেইড’ ও ‘ডেভিল অ্যান্ড অ্যাঞ্জেল’-এর মতো চায়নিজ ছবিতে অভিনয় করেছেন দেং চাও।

দেং চাওকে অভিনেতা হিসেবে নেওয়া প্রসঙ্গে সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘বেইজিংয়ে ছবিটির দৃশ্যধারণ হবে। এতে বিভিন্ন সাংস্কৃতিক দিক তুলে ধরা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।