ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পোড়ামন’-এর সিক্যুয়েলে থাকছেন কারা?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
‘পোড়ামন’-এর সিক্যুয়েলে থাকছেন কারা? ‘পোড়ামন’ ছবির দৃশ্যে মাহি ও সাইমন (ছবি: সংগৃহীত)

সাইমন-মাহিয়া মাহি-আনিসুর রহমান মিলন অভিনীত ‘পোড়ামন’ ছবিটি নানা কারণে আলোচিত। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রশ্ন উঠেছে, ‘পোড়ামন ২’ ছবিতে কারা অভিনয় করছেন?

জাজ-এর কর্ণধার আবদুল আজিজ বাংলানিউজকে জানান, জাকির হোসেন রাজুর পরিচালনায় দর্শক সমাদৃত হয়েছিলো ‘পোড়ামন’। ছবিটির পাত্র-পাত্রীরা দুর্দান্ত অভিনয় করেছিলেন।

এবার এর সিক্যুয়েলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ঠিক থাকলেও বদলে যাচ্ছে ছবির অন্য শিল্পী ও কলাকুশলী।

নতুন তথ্য হচ্ছে, রায়হান রাফি নামে নবাগত এক নির্মাতা তৈরি করবেন ‘পোড়ামন ২’। যৌথ প্রযোজনার ইচ্ছে থাকলেও সেটি হচ্ছে না। তাই নায়ক-নায়িকা থাকবেন এ দেশেরই।  

এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘রাফিকে দেশি-বিদেশি বিভিন্ন নায়কের নাম প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু চরিত্রের প্রয়োজনে ও মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীকে নিতে চাইছেন। অন্যদিকে নায়িকা হবেন নতুন কেউ। আমরা খুঁজে বের করবো তাকে। ছবিটির জন্য প্রয়োজন ১৬-১৯ বছরের মায়াবী চেহারার একজন সুন্দরী তরুনী। ’

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।