ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়ক মান্নার জন্য…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
নায়ক মান্নার জন্য… মান্না (১৯৬৪-২০০৮) (ছবি: সংগৃহীত)

সফল চিত্রনায়ক প্রয়াত মান্নাকে স্মরণ করবেন তার পরিবার ও চলচ্চিত্র শিল্পীরা। তার নবম মৃত্যুবার্ষিকী (১৭ ফেব্রুয়ারি) উপলক্ষে থাকছে স্মরণ সভা, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।

মান্না ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর এফডিসির মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন বাদ আছর উত্তরায় নায়ক মান্নার নিজ বাসায়ও স্মরণ সভার আয়োজন থাকছে।

আয়োজনে ‍উপস্থিত থাকবেন শিল্পী, প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রের কলাকুশলীরা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।