ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রতিটি দিনই ভ্যালেনটাইন, যদি তুমি চাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
‘প্রতিটি দিনই ভ্যালেনটাইন, যদি তুমি চাও’ বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

হয়তো ভালোবাসা দিবসটির জন্য অপেক্ষা করছিলেন তারা। তাইতো লুকোচুরি ভেঙে এ দিনেই (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার কথা সবাইকে জানিয়ে দিয়েছেন তারা। আনুশকা শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে।

দু’বছর ধরে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই জুটি। কিন্তু কখনও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি কেউ।

ভালোবাসা দিবসে প্রেমিকাকে সঙ্গে নিয়ে তোলা একটি সেলফি টুইটারে শেয়ার করেছেন বিরাট। যেখানে দেখা যাচ্ছে, পার্কে বসে আছেন দু’জনে। এর ক্যাপশনে ভারতের এই ক্রিকেটার লিখেছেন, ‘প্রতিটি দিনই ভ্যালেনটাইন হতে পারে যদি তুমি চাও। ’     

এই জুটির প্রেমের গুঞ্জন ছড়ায় ২০১৪ সালে, যখন তারা একসঙ্গে অবকাশ যাপনের জন্য দক্ষিণ আফ্রিকায় ঘুরতে গিয়েছিলেন। বিষয়টি আরও গভীর হয়, একই বছর মেলবোর্নে খেলতে গিয়ে অানুশকাকে যখন উড়ন্ত চুমু দেখান বিরাট।

‘ফিল্লরি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা শর্মা। এতে তার সহশিল্পী দিলজিৎ দশাঞ্জ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।