ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তিযোদ্ধা বাবাকে হারালেন মাহাদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মুক্তিযোদ্ধা বাবাকে হারালেন মাহাদী মাহাদী (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় সংগীতশিল্পী মাহাদীর বাবা মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সিরাজুল ইসলামের বয়স হয়েছিলো ৬৯ বছর। হৃদরোগে ভুগছিলেন তিনি।

দু’দিন আগে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।  

মাহাদী জানান,  তার বাবা পেশায় প্রকৌশলী ছিলেন।  নারায়ণগঞ্জের আড়াইজারের ঝাউপাড়ায় বিকেল ৫টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেখানেই রাষ্ট্রীয়ভাবে প্রয়াত এই মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।

মোহাম্মদ সিরাজুল ইসলাম স্ত্রী, তিন কণ্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহাদী তার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।