ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ বছরই বিয়ে করছেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এ বছরই বিয়ে করছেন কঙ্গনা? কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এ কারণে ঘুরে বেড়াতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত। এরই ফাঁকে পত্রিকায় সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি।  

চমকপ্রদ ব্যাপার হলো, এবারের সাক্ষাৎকারগুলো একটু অন্যরকম। সাংবাদিকদের করা সব প্রশ্নের উত্তর খোলাখুলিভাবে বলে দিচ্ছেন ‘কুইন’খ্যাত এই তারকা।

একটি পত্রিকার সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে নতুন চলচ্চিত্র ও ভালোবাসা নিয়ে প্রশ্ন করা হয়। সে সময় তিনি অতীতে ভেঙে যাওয়া ভালোবাসার কথা স্বীকার করেছেন, যেটা এর আগে জানা যায়নি।

একই সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় কবে বিয়ে করবেন তিনি? জবাবে কঙ্গনা বলেছেন, ‘এ বছরের মধ্যে এটি হতে পারে। ’

২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘রেঙ্গুন’। এতে কঙ্গনার সহশিল্পী শহিদ কাপুর ও সাইফ আলি খান।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।