ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকার জন্য সালমানের বিশেষ উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
প্রেমিকার জন্য সালমানের বিশেষ উপহার সালমান খান ও লুলিয়া ভানটুর (ছবি: সংগৃহীত)

ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকা লুলিয়া ভানটুরকে একটি বিশেষ উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সে উপহারটির নিয়ে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লুলিয়া। যেখানে দেখা যাচ্ছে, একটি লকেট ধরে আছেন তিনি।

যাতে ডিজাইন করে লেখা রয়েছে- লাভ (ভালোবাসা), কেয়ার (যত্ন), শেয়ার (ভাগাভাগি), জয় (আনন্দ), হেল্প (সাহায্য) ও হোপ (আশা)। এর ক্যাপশনে রোমানিয়ান এই সুন্দরী লিখেছেন, ‘এই সেরা জিনিসটি প্রতিদিন পরতে চাই। ’

এবারের ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য সল্লুর দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’ এবার এই লকেটটি তৈরি করেছে।

বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই সালমান খান ও লুলিয়ার প্রেমের গুঞ্জন চলছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি কেউ।

এখানেই শেষ নয়, তাদের বাগদানের গুঞ্জনও ছড়িয়েছিলো। বরং প্রেম নিয়ে প্রশ্ন করায় সালমান একবার বলেছিলেন, ‘সবকিছু সঠিক সময়ে হবে। না সময়ের আগে হবে না পরে। ’  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।