ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাঝরাতে সাগরতীরে বাপ-বেটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মাঝরাতে সাগরতীরে বাপ-বেটা শাহরুখ খান ও আবরাম খান (ছবি: সংগৃহীত)

কনিষ্ঠ পুত্র আবরাম খানের সঙ্গে সময় কাটাতে একটু বেশি পছন্দ করেন শাহরুখ খান। এ কথা নতুন করে বলার কিছু নেই। তাইতো মাঝরাতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকত ঘুরতে।

সম্প্রতি সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কিং খান। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ জনগণের ভিড়ে হাতে হাত ধরে হেঁটেছেন বাপ-বেটা।

এর ক্যাপশনে ‘হ্যাপি নিউ ইয়ার’খ্যাত এই তারকা লিখেছেন, ‘এক মাঝরাতে জুহু সমুদ্র সৈকতের ধারে, হাতে হাত রেখে হেঁটেছি আমরা। ’

তবে সবচেয়ে মজার ব্যপার হলো, অন্যান্য তারকা সন্তানদের মতো পাপারাজ্জির সামনে থাকতে এবং ক্যামেরাবন্দী হতে পছন্দ করে ছোট্ট আবরাম। বরং যদি বাবার সঙ্গে ক্যামেরাবন্দী না হতে পারলে বিরক্ত হয়ে যায় সে।

এমনই একটি ঘটনার কথা শেয়ার করে বলিউডের এই সুপারস্টার বলেন, ‘একবার দুবাই থেকে ফিরছিলাম। এসময় বিমানবন্দরে আমাকে দেখে অনেকে ছবি তুলতে চাইলেন এবং তাদের আবদার রাখতে এক পাশে দাঁড়ালাম। এসময় আমার নিরাপত্তারক্ষী রবি ওকে সরাতে গেলে সে কিছুটা বিরক্তি প্রকাশ করে। এসময় সে বলে উঠে আপনি কিন্তু আমাকে ছবি তোলার অনুমতি দিচ্ছেন না। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।