ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাধারণ ভালোবাসার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সাধারণ ভালোবাসার গল্প মৌসুমী ও ওমর সানী/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিরোনামের মতো সহজ ছিলো না ওমর সানী ও মৌসুমীর ভালোবাসার গল্প। ক্যারিয়ারের ব্যস্ততম নায়ক-নায়িকা থাকা অবস্থায় লোকচক্ষুর আঁড়ালে দু’জনের প্রেম চালিয়ে যাওয়া একটু কঠিনই ছিলো। এখন তারা দীর্ঘদিনের সঙ্গী, একে অন্যের প্রেমের দোসর।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে সরাসরি অনুষ্ঠান ‘সিম্পল লাভ স্টোরি’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আদর্শ তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী।

সাবিলা নূর ও সিয়ামের উপস্থাপনায় অতিথিরা তাদের ভালোবাসার গল্প, অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে আড্ডা দেবেন।

আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোন করতে পারবেন। ভালোবাসার গল্প, অভিজ্ঞতা, জটিলতা আর দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

দীর্ঘ প্রেমের পথ পাড়ি দিয়ে ১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ে বন্ধনে আবদ্ধ হন ঢালিউডের এই তারকা দম্পতি। দুই সন্তান নিয়ে তাদের এখন সুখের সংসার।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।