ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভুবন মাঝি’তে কেমন গাইলেন পরমব্রত? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘ভুবন মাঝি’তে কেমন গাইলেন পরমব্রত? (ভিডিও) পরমব্রত চট্টোপাধ্যায়, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পদ্মা নদীর নৌকা ভিড়লো হুগলী নদীর চরে/বাড়ির কাছে আরশীনগর পড়শি বসত করে’— অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় গেয়েছেন এমন কথার গানটি। ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেছেন ভারতীয় এই অভিনেতা।

গানটি নিয়ে উচ্ছ্বসিত পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি এর অডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

এর কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। সুর ও সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ।

পরমব্রত এর আগেও গান গেয়েছেন। চলচ্চিত্রে তিনি সর্বশেষ গেয়েছেন অনুপম রায়ের সুর ও সংগীতে ‘ছায়া মানুষ’-এ।  

সরকারি অনুদানে নির্মিত ‘ভুবন মাঝি’ মুক্তি পাচ্ছে আগামী মার্চে। ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ।

* পরমব্রত-এর গাওয়া গান: 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।