ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাহসান-ভাবনার ‘বরষা’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
তাহসান-ভাবনার ‘বরষা’র বিশেষ প্রদর্শনী ভাবনা ও তাহসান (ছবি: সংগৃহীত)

মহরত, শুটিং, ডাবিং, এডিটিং শেষ হয়েছে ‘বরষা’ ছবির। এবার আমন্ত্রিত অতিথিরা দেখবেন এটি। এরপরই সবার জন্য উন্মুক্ত করা হবে আলোচিত ছবি ‘বরষা’।

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে জুটি বেঁধেছেন তাহসান খান ও আশনা হাবীব ভাবনা। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় অনিমেষ আইচ পরিচালিত ‘বরষা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

এখানে উপস্থিত থাকবেন ‘বরষা’র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

৯ জানুয়ারি মহরত শেষে শুটিংয়ে গড়ায় ‘বরষা’। এরই মধ্যে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। ভালোবাসা দিবস উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত করা হবে তাহসান-ভাবনার প্রথম রসায়ন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।