ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

সভাপতি সাচ্চু সম্পাদক নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সভাপতি সাচ্চু সম্পাদক নাসিম শহীদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। টিভি নাটকের অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের আনুষ্ঠানিক ফল পাওয়া গেছে। এতে সভাপতি পদে ২২০ ভোটে জয়লাভ করেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ১৯৮ ভোট। 

নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম। তিনি ভোট পেয়েছেন ৩৫১টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মীর সাব্বির মাহমুদ।  

এক নজরে বিজয়ীরা—

সভাপতি 
শহীদুল আলম সাচ্চু (২২০ ভোট)

সহ-সভাপতি (৩ জন)
আজাদ আবুল কালাম (৪৩১ ভোট)
জাহিদ হোসেন শোভন (২৭৯ ভোট)
তানভীন সুইটি (২৭৮)

সাধারণ সম্পাদক
আহসান হাবিব নাসিম (৩৫১ ভোট)

যুগ্ন সাধারণ সম্পাদক (২ জন)
আনিসুর রহমান মিলন (৩৪০ ভোট)
রওনক হাসান (৩৩৮ ভোট)

সাংগঠনিক সম্পাদক 
লুৎফর রহমান জর্জ (৪৪৪ ভোট)

প্রচার ও প্রকাশনা সম্পাদক 
ঊর্মিলা শ্রাবন্তী কর (৩৭৮ ভোট)

অর্থ সম্পাদক
তানিয়া আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী)

দপ্তর সম্পাদক
শামস সুমন (৪০৩ ভোট)

অনুষ্ঠান সম্পাদক
বণ্যা মির্জা (২৮৯ ভোট)

আইন ও কল্যাণ সম্পাদক 
শামীমা ইসলাম তুষ্টি (৩৪৫ ভোট)

তথ্য ও প্রযুক্তি সম্পাদক 
ওমর আয়াজ অনি  (৩৯৩ ভোট)

কার্য নির্বাহী পরিষদের সদস্য (৭ জন)
আহসানুল হক মিনু
ইন্তেখাব দিনার
জাকিয়া বারী মম
নিকুল কুমার মণ্ডল
সুজাত শিমুল 
সেলিম মাহবুব 
সনি রহমান ও মুকুল মিরাজ (যৌথভাবে)

অানিসুর রহমান মিলন ও রওনক হাসানশুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনভর ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।