ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শহিদের সঙ্গ দুঃস্বপ্নের মতো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
‘শহিদের সঙ্গ দুঃস্বপ্নের মতো’ ‘রেঙ্গুন’ ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত ও শহিদ কাপুর

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগাভাগি করে নিচ্ছেন শহিদ কাপুর ও কঙ্গনা রনৌত। বর্তমানে ছবিটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জুটি। এরই মধ্যে কঙ্গনা তার এই সহশিল্পী সম্পর্কে মন্তব্য করে আলোচনায় এসেছেন। শহিদের সঙ্গ নাকি তার কাছে দুঃস্বপ্নের মতো!

সম্প্রতি ছবির প্রচারের জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত হন এই দুই তারকা। সেখানে কঙ্গনা বলেন, “অরুণাচল প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে ‘রেঙ্গুন’-এর দৃশ্যধারণের জন্য গিয়েছিলাম আমরা।

সেখানে আমি, শহিদ এবং ছবির টিম একটি কটেজ ভাগাভাগি করে থাকি। আর সেখানে প্রতিটি সকালে আমার ঘুম ভেঙেছে হিপহপ গানের আওয়াজে। এখানেই শেষ নয়, পাগলের মতো ব্যায়াম করা শুরু করতো শহিদ। এ কারণে অনেকটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চেয়েছিলাম। তখনই বুঝেছি ওর সঙ্গে থাকাটা অনেকটা দুঃস্বপ্নের মতো। ’

ট্রেন ও প্রত্যন্ত গ্রামে দৃশ্যধারণ করা কঠিন ছিলো কি-না, এমন প্রশ্নের জবাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘একটু কঠিন ছিলো, কারণ সেখানে কোনো নেটওয়ার্ক ছিলো না। কিন্তু ধীরে ধীরে অনেক সহজ হয়ে গিয়েছিলো। ’
 
* ‘রেঙ্গুন’ এর ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।