ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাহসান, মিনার, বেলাল ও পূজার এক সন্ধ্যা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
তাহসান, মিনার, বেলাল ও পূজার এক সন্ধ্যা (ভিডিও) (বাঁ থেকে) তাহসান, মিনার, বেলাল খান ও পূজা (ছবি: সংগৃহীত)

সংগীতাঙ্গনে চলছে গান-মিউজিক ভিডিও প্রকাশের ধুম। প্রায় প্রতিদিনই নতুন সুরের সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক-শ্রোতা। এ কারণেই কি-না একই সন্ধ্যায় জনপ্রিয় শিল্পীদের তিনটি পৃথক গানের ভিডিও প্রকাশ হয়েছে। 

এ সময়ের জনপ্রিয় শিল্পী তাহসান খান, মিনার রহমান, বেলাল খান ও পূজা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই চার শিল্পীর পৃথক তিনটি গানের ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে।

গানগুলো হলো— তাহসানের গাওয়া ‘মোমের দেয়াল’, মিনার রহমানের ‘আমি দেখেছি তোমাকে’ এবং বেলাল খান ও পূজার ‘দোযখ’।  

‘মোমের দেয়াল’

‘দূরবীন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তাহসান। ‘মোমের দেয়াল’ গানটি ব্যবহৃত হয়েছে এই ছবিতে। সংগীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। ভিডিওতে তাহসান-নাদিয়ার রোমান্টিক রসায়ন তুলে ধরা হয়েছে। পরিচালক ভিকি জাহেদ। ভিডিও প্রকাশ করেছে এইচটিএম রেকর্ডস।   

‘দোযখ’

‘দোযখ’ শিরোনামের গানে বেলাল খান ও পূজার সঙ্গে আছেন শিল্পী সোয়েব। বেলাল খানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ‘দোযখ’-এর ভিডিও। সোমেশ্বর অলির লেখা গানটিতে সুরারোপ ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ৬ মিনিট ব্যাপ্তির গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন ১৮জন শিল্পী। তালিকায় আছেন শিমুল খান, মেঘলা, নাহিদ, সতেজ চৌধুরী, সিনি স্নিগ্ধা, সালভিন ইফতি প্রমুখ। এটি তৈরি করেছেন ফজলে রাব্বি।
  
‘আমি দেখেছি তোমাকে’

মিনার রহমানের কথা-সুর-কণ্ঠে ‘আমি দেখেছি তোমাকে’ গানের সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে মডেল হয়েছেন সোহানা সাবা। সঙ্গে আছেন জাইন ও কাজী উজ্জল। ভিডিওটি প্রকাশ পেয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।