ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের স্যুট ভাড়া নিয়ে পরেছিলেন অনিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সঞ্জয়ের স্যুট ভাড়া নিয়ে পরেছিলেন অনিল অনিল কাপুর ও সঞ্জয় দত্ত (ছবি: সংগৃহীত)

বলিউডের নামি-দামি অভিনেতাদের মধ্যে একজন তিনি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে নামডাক। অথচ একটা সময় ছিলো, যখন ভাড়া করে স্যুট এনে পার্টিতে যেতেন তিনি। কথা হচ্ছে অনিল কাপুরকে নিয়ে।

সম্প্রতি ‘রাম লক্ষণ’ ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘মুক্তাআর্ট টু’ নামে একটি থিয়েটার চালু করেন পরিচালক সুভাষ ঘাই। এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছেন অনিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছবির অন্য অভিনেতা জ্যাকি শ্রফ, সতীশ কৌশিক এবং গুলশান গ্রোভার।

৬০ বছর বয়সী অনিল বলেন, ‘রাম লক্ষণ’ ছবির প্রদর্শনীর সময় আমি যে স্যুট পড়েছিলাম সেটি আমার ছিলো না। সেটি ভাড়ায় আনা হয়েছিলো। ’

এর বিপরীতে গুলশান গ্রোভার বলেন, ‘সত্যিই ওই স্যুটটি ওর (অনিল কাপুর) ছিলো না। ’

একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়ে গুলশান বলেন, ‘মনে আছে, তখন রাজিব মেহরার বিয়ে ঘিরে পাঁচ থেকে ছয়টি অনুষ্ঠান হবে। কিন্তু সেখানে পরে যাওয়ার জন্য আমার ও অনিলের কাছে তেমন কোনো পোশাক ছিলো না। তখন আমরা আকবরের (ডিজাইনার) কাছে যাই, ভাড়ায় স্যুট নেওয়ার জন্য। সে সময় তিনি অনিলকে অভিনেতা সঞ্জয় দত্তের একটি স্যুট আর আমাকে একটি শার্ট এনে দেন। ’

এর পরিপ্রেক্ষিতে ‘নায়ক’খ্যাত অনিল বলেন, ‘হ্যা তুমি (গুলশান গ্রোভার) ঠিক বলেছো। আমার মনে আছে, আকবর (ডিজাইনার) খুব দয়ালু ছিলো। তাই আমাকে পড়ার জন্য সঞ্জয়ের স্যুট এনে দিয়েছিলেন। কিন্তু সেটি একটু ঢোলা হতো কারণ তিনি (সঞ্জয় দত্ত) একটু স্বাস্থ্যবান ছিলেন আর আমি ছিলাম রোগা। তারপরও কোনোভাবে ব্যবস্থা করে নিতাম। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।