ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেই নায়ক এই নায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সেই নায়ক এই নায়ক আলমগীর ও আরিফিন শুভ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক আলমগীরের সোনালি যুগ শেষ হয়ে গেছে। দাপুটে এই অভিনেতা পরিচালনাতেও খ্যাতি পেয়েছেন। এখন শাকিব খান-আরিফিন শুভদের সময়। আলমগীরের নতুন ছবির নায়ক হবেন এ সময়ের কোনো নায়ক, এটাই তো স্বাভাবিক।

কিংবদন্তি অভিনেতা আলমগীর আবার ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।

ছবিটির নাম ‘একটি সিনেমার গল্প’। এটি হবে তার ছয় নম্বর ছবি।  

চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় তৈরি হবে বলে শোনা যাচ্ছে। আলমগীরের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের সঙ্গে কলকতার এসকে মুভিজ প্রযোজনা করবে। ছবিটির সার্বিক সহযোগিতায় থাকবে জাজ মাল্টিমিডিয়া।  

আরিফিন শুভর নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন, জানা যায়নি। তবে ছবিটিতে প্রসেঞ্জিতের অভিনয় করার কথা।  

নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর এর আগে পাঁচটি ছবি তৈরি করেছেন। এগুলো হলো— ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।