ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘যমজ সন্তান’ প্রসঙ্গে সুখী নন ক্লুনি দম্পতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
‘যমজ সন্তান’ প্রসঙ্গে সুখী নন ক্লুনি দম্পতি! আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি (ছবি: সংগৃহীত)

বছরের শুরুতে গুঞ্জন ছড়িয়েছিলো হলিউড অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। সে সময় মুখ না খুললেও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতি।

ইনটাচ-এর দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, যমজ সন্তানের কথা শুনে অনেকটা আশ্চর্য হয়ে যান ক্লুনি দম্পতি। সে সময় অবশ্য তাদের মধ্যে কিছুটা শঙ্কাও কাজ করছিলো।

তারা দু’জনই বলেছিলেন, ‘একটি সন্তানই যথেষ্ট’। কিন্তু যখন শুনলেন, যমজ সন্তানের একটি ছেলে এবং আপরটি মেয়ে তখন তারা বেশ আনন্দিত হন।

২০১৪ সালে বিয়ে করেন ক্লুনি জুটি। মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জনও রটেছিলো। কেননা জর্জ নাকি সন্তান নিতে চাইতেন না। আর তার স্ত্রী আমালের আবার সন্তানের খুব শখ। এমনকি এই মতের অমিলের কারণেই নাকি তাদের বিচ্ছেদ হতে পারে বলে জানিয়েছিলেন এই তারকা জুটির কয়েকজন কাছের বন্ধু।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।