ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক ঝলকে বিনোদন দুনিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এক ঝলকে বিনোদন দুনিয়া এক ঝলকে বিনোদন দুনিয়া

শোবিজ দুনিয়ায় খবরের কমতি নেই। এক খবর এসে ম্লান করে দেয় অন্যটিকে। পাঠকও প্রতিনিয়ত জানতে চান মজার মজার নতুন তথ্য। বাংলানিউজের পাঠকদের জন্য এই আয়োজন—  

** এক বছরের বেশি সময় হলো, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক ভেঙেছে। তবে শোনা যাচ্ছে, আবারও কাছাকাছি আসছেন তারা, তবে বাস্তব জীবনে নয়।

নিজেদের ‘জাগ্গা জাসুস’ প্রচারণার জন্য এক হয়ে কাজ করবেন এই জুটি।

** ‘কুং ফু ইয়োগা’ ছবিতে জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় করে বক্স অফিসে ভালো সফলতা পেয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার জীবনী নিয়ে তৈরি ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’খ্যাত এই তারকার ভাষ্য, ‘আমি জীবনী নিয়ে তৈরি ছবিতে কাজ করতে চাই। এমনকি ছবিটি প্রযোজনাও করতে চাই। ’

** পিছিয়ে গেলো রামগোপাল ভার্মা পরিচালিত ‘সরকার থ্রি’র মুক্তির তারিখ। মার্চের বদলে ৭ এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে এটি। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় পরিচালক লিখেছেন, ‘৭ এপ্রিল আমার জন্মদিনে ‘সরকার থ্রি’ মুক্তি দেওয়া হবে। ’

** বলিউডের বর্ষীয়ান অীভনেতা বিনোদ খান্নার ছেলের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী আমিরা দাস্তুর। গোয়া ও মালদ্বীপে দু’জনে একসঙ্গে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন বলেও শোনা যাচ্ছে।

** অল্প বয়সে বিয়ে ও মা হওয়ায় তীর্যক কথা শুনতে হয়েছে শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে। এরই মধ্যে আরও একটি খবরে চমকে দিলেন সকলকে। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মীরা জানান, দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুত তিনি। এ প্রসঙ্গে শহিদ বলেন, ‘মীরা এখনও এমনটি পরিকল্পনা করেনি। কিন্তু আমার মনে হয় আমরা এর জন্য প্রস্তুত। বিয়ে ও পরিবারের জন্য অধীর হয়ে ছিলাম আমি। ’  

** গত বছর মার্কিন গায়িকা টেলর সুইফট ও অভিনেতা টম হিডেলস্টোনের কিছু ছবি অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলো। যেখানে দেখা গেছে, সমুদ্রের পারে বসে এসে অপরকে চুম্বন করছেন দু’জনে। তবে সে সময় প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ। এবার প্রেমের কথা স্বীকার করে নিলেন টম। এ প্রসঙ্গে ৩৫ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটি সত্যি। টেলর সত্যি একজন অসাধারণ নারী। ও খুব দয়ালু ও মিষ্টি একটি মেয়ে। আর আমরা এখন সেরা সময় পার করছি। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।