ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গল্পবিহীন একটি ছবি বানিয়েছি: জাকির হোসেন রাজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
গল্পবিহীন একটি ছবি বানিয়েছি: জাকির হোসেন রাজু জাকির হোসেন রাজু ও আরিফিন শুভ-নুসরাত ফারিয়া (ছবি: সংগৃহীত)

‘জীবন সংসার’, ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘স্বামীর সংসার’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘নিয়তি’— ব্যবসা সফল ও আলোচিত এসব ছবির নির্মাতা জাকির হোসেন রাজু। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে তার ক্যারিয়ারের ১৮তম ছবি ‘প্রেমী ও প্রেমী’। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে রাজু বলেন, “প্রেমী ও প্রেমী’ ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। সেন্সরবোর্ডের কর্তারা ছবিটি দেখে আমাকে প্রশংসা করেছেন।

তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে এটি চালানোর ব্যাপারে আগ্রহী হয়েছেন হল মালিকরা। পোস্টার, ট্রেলার, গান দেখে অনেকেই আশা করছেন ছবিটি ভালো চলবে। আমিও বিশ্বাস করি এটি দর্শকে মন ছুঁয়ে যাবে। ”

রাজুর মতে, ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি দর্শকের কাছে নতুন ধরনের কাজ মনে হতে পারে। রোমান্টিক আর হাস্যরসের মিশেলে এটি তৈরি করা হলেও গতানুগতিক ধারার নয়। ছবিটি দেখতে দেখতে দর্শক একটা ভ্রমণের মধ্যে ঢুকে পড়বেন।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘প্রেমী ও প্রেমী’। নানা কারণে শুটিংয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার ও গান প্রকাশের পর অনেকে অভিযোগ তুলেছেন যে, এটি হলিউডের ‘লিপইয়ার’ ছবির অনুকরণে তৈরি। এ কথা মানতে নারাজ পরিচালক রাজু।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা বলেন, ‘সত্যি বলতে আমি গল্পবিহীন একটি ছবি বানিয়েছি। পথে যেতে যেতে খুনসঁটি, অভিমান, আবেগ, প্রেম— গল্পবিহীন বললেও  এগুলোই আমার ছবির প্রাণ। শেষে কাহিনি দানা বেঁধেছে। শেষ পর্যন্ত আমি আমার ছবিটিই বানিয়েছি। ছবিটিতে দর্শক আমার নির্মাণকেই খুঁজে পাবেন। ’

রাজু যোগ করে বলেন, “লিপইয়ার’ আমি দেখেছি। কিন্তু আমার মনে হয়নি কোথাও মিল রয়েছে। এটা ঠিক যে, জার্নি নিয়ে যেসব ছবি হয়েছে সেগুলোর সঙ্গে একটা সাদৃশ্য থাকতেই পারে। বলে রাখি যে, আমি নকল করতে পছন্দ করিনা। ‘প্রেমী ও প্রেমী’র প্লট, কাহিনি, নির্মাণশৈলী কোনো কিছু অন্য কোনো ছবির সঙ্গে মিলবে না। ”
 
‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও জাকির হোসেন রাজুআলোচিত নির্মাতা রাজু কথা প্রসঙ্গে জানান, এ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার জন্য ছয়টি ছবি তৈরি করেছেন তিনি। কোনো ছবিরই কাহিনি বা মূলভাবনা তার নয়। আবদুল আজিজ বা সংশ্লিষ্টদের মূলভাবনা নিয়ে তিনি নিজের মতো করে ছবিগুলো বানিয়েছেন। ‘প্রেমী ও প্রেমী’র বেলায়ও তেমনটি ঘটেছে। এ ক্ষেত্রে ‘প্রেমী ও প্রেমী’ যদি অন্য কোনো ছবির সঙ্গে মিলে যায়, তবে এর দায় তিনি নেবেন না।    
 
আপাতত সারাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’। এরপর কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, দুবাই প্রভৃতি দেশেও এটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।