ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলিয়া ভার্সেস শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
আলিয়া ভার্সেস শ্রদ্ধা আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

রূপালি পর্দায় নিজের চরিত্র কতোটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলবেন, এ নিয়ে সবসময় খুঁতখুঁতে আমির খান। পাশাপাশি সহশিল্পীদের ব্যাপারেও তিনি বেশ মনযোগী। একটি ছবিটিকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রতিটি বিষয়ে শ্রম দেন বলিউডের এই সুপারস্টার।

খুব শিগগিরই যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগ অব হিন্দুস্তান’-এর কাজ শুরু করবেন আমির। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।

আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। নবাগতদের মধ্যে বাণী কাপুর কাজ করতে যাচ্ছেন। লাগবে আরও একজন তরুণী অভিনেত্রী। তিনি কে?

এক প্রতিবেদনে জানা যায়, মহেশকন্যা আলিয়া ভাটের অভিনয় দক্ষতায় মুগ্ধ আমির খান। সে অনুযায়ী তাকে ‘থাগ অব হিন্দুস্তান’-এর জন্য তাকে নির্বাচনও করে ফেলেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। আলিয়া নয়, শ্রদ্ধা কাপুরকে নেওয়া হতে পারে ছবিটিতে। এতে অভিনয় করার জন্য পরীক্ষাও দিতে হয়েছে ‘আশিকি’খ্যাত এই শিল্পীকে!

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।