ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভালো স্ক্রিপ্ট পাইনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
‘ভালো স্ক্রিপ্ট পাইনি’ রিয়াজ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ অভিনয় করেছেন শ’ খানেক নাটক ও টেলিছবিতে। এর মধ্যে বেশ কিছু পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ দিনের নাটকের জন্য নজর কেড়েছেন এই তারকা। এর ধারাবাহিকতায় গত ভালোবাসা দিবসে একাধিক নাটকে অভিনয় করেছিলেন রিয়াজ। কিন্তু এবার?

ভক্তদের জন্য দুঃসংবাদ এই যে, ভালোবাসা দিবসের কোনো নাটকে পাওয়া যাবেনা রিয়াজকে। গত বছর একাধিক নাটকে অভিনয় করলেও বিশেষ এই দিনটিতে পর্দায় থাকছেন না তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে রিয়াজ বলেন, ‘বেশ কিছু নাটকে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। সত্যি বলতে এবার ভালো স্ক্রিপ্ট পাইনি। ’

রিয়াজ জানান, নাটক বা চলচ্চিত্রে ভালো চিত্রনাট্যের সংকট রয়েছে। ইচ্ছে থাকার পরও ভালোবাসা দিবসের নাটকে কাজ করতে না পেরে রিয়াজ সেটা উপলব্ধি করছেন। তার মতে, অভিনয় করার জন্য অভিনয় করতে চান না তিনি। উপযুক্ত চিত্রনাট্য বা চরিত্র না পেলে বাসায় বসে থাকাকেই শ্রেয় মনে করেন রিয়াজ।

রিয়াজ জানান, পরিবারকে সময় দিচ্ছেন তিনি। স্ত্রী ও সন্তানের সঙ্গে দারুণ সময় কাটছে তার। মনের মতো চিত্রনাট্য আর চরিত্রের দেখা পেলেই ছোট ও বড়পর্দায় হাজির হবে জাতীয় চলচ্চিত্র বিজয়ী এই অভিনেতা।  

এদিকে রিয়াজ ফেব্রুয়ারিতে অনুষ্টিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এতে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে কার্যকরী সদস্য হিসেবে দাঁড়িয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসও      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।