ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মামা-ভাগ্নে যেখানে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মামা-ভাগ্নে যেখানে… ভাগ্নে আহিল খান শর্মার সঙ্গে সালমান খান (ছবি: সংগৃহীত)

প্রবাদে আছে ‘মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে’। বাস্তবেও তেমনটা ঘটে হয়তো। কে জানে? মামা-ভাগ্নেরাই ভালো বলতে পারবেন। বলিউড অভিনেতা সালমান খান মামা হয়েছেন, এটা পুরনো খবর। নতুন তথ্য হচ্ছে, ছোট্ট ভাগ্নের সঙ্গেই তার সময় কাটছে ভালো। আহিলের সঙ্গে দুষ্টুমি বেশ জমে উঠেছে।  

দু’দিন আগে ‘টিউবলাইট’-এর দৃশ্যধারনের কাজ শেষ করেছেন সল্লু। তাই অবসর সময়টুকু পরিবারের অন্যতম সদস্য আহিরের সঙ্গেই কাটাচ্ছেন ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই তারকা।

সম্প্রতি সালমান ও আহিলের দু’টি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমানের বোন অর্পিতা। যেখানে দেখা যাচ্ছে, ৫১ বছর বয়সী এই অভিনেতার চুল ধরে টানছে এবং তার বুকের ওপর দাঁড়িয়ে আছে আহিল। যার ক্যাপশনে অর্পিতা লিখেছেন, ‘অমূল্য মুহূর্ত। ’

কিছুদিন পর ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু করবেন বলিউডের এই সুপারস্টার। কবির খান পরিচালিত ছবিতে সালমানের খানের বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।