ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিনেমার সম্মানীতে মিউজিক ভিডিও করেছি: বিপাশা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সিনেমার সম্মানীতে মিউজিক ভিডিও করেছি: বিপাশা  বিপাশা কবির (ছবি: সংগৃহীত)

ক’দিন আগেই সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। মেরিলিন মনরোর পোশাক পরে নেচেছিলেন একটি আইটেম নাম্বারে। সেই বিপাশা কবির এবার অংশ নিলেন একটি মিউজিক ভিডিওতে। এটি তার প্রথম অভিজ্ঞতা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে আইটেম কন্যাখ্যাত বিপাশা বলেন, ‘প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছি। সত্যি বলতে কিছুটা অনুরোধ রেখেছি।

তবে এটাও ঠিক, সিনেমার আইটেম গানের মতোই সম্মানী নিয়েছি। আশা করছি গান ও ভিডিওটি সবার নজর কাড়বে। ’

৮ ফেব্রুয়ারি ‘বসন্ত বাতাসে’ শিরোনামের গানটির শুটিংয়ে অংশ নেন বিপাশা। কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়। হাবিবের কোরিওগ্রাফিতে বড় বাজেটের ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা।

প্রদীপ সাহার কথায় 'বসন্ত বাতাসে' শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জী। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোহেলী সুলতানা। ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মাই সাউন্ডের ব্যানারে মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।