ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জোভানকে কী উপহার দিলেন সাফা? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জোভানকে কী উপহার দিলেন সাফা? (ভিডিও) ফারহান আহমেদ জোভান ও সাফা কবীর (ছবি: সংগৃহীত)

ভালোবাসার মানুষকে ‍উপহার দিতে কার না ভালো লাগে! এই উপহার দেওয়া-নেওয়া নিয়েও ঘটে অম্লমধূর সব ঘটনা। ভালোবাসা দিবসের একটি নাটকে উঠে এসেছে উপহার-প্রসঙ্গ। ফারহান আহমেদ জোভানকে কী উপহার দিয়েছিলেন সাফা কবরী— এর জবাব পাওয়া যাবে ‘ভ্যালেন্টাইনস গিফট’ নাটকে।

নাটকের গল্পে দেখা যায়, শুভ (জোভান) ও অনন্যা (সাফা) একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব।

একসময় তা প্রেমে রূপ নেয়। অতীতের একটি সত্য ঘটনা সামনে চলে এলে শুভ-অনন্যার সম্পর্কে নতুন মোড় নেয়। এই সত্যকে উপেক্ষা করে তাদের মধ্যে দুরত্ব তৈরি হয়। এভাবেই এগিয়েছে কাহিনি।  

নিজের গল্প থেকে নাটকটি তৈরি করেছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভ্যালেন্টাইনস গিফট’-এ থাকছে আলী সাগরের কথা ও সৈয়দ সুজন রিয়াদ হাসানের সুর করা একটি গান। অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত ভালোবাসা দিবসের বিশেষ এই নাটকটিতে আরও অভিনয় করেছেন  জাফিয়া হক, হ্যাপী ইসলাম প্রমুখ। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ভ্যালেন্টাইনস গিফট’।

* ‘ভ্যালেন্টাইনস গিফট’ নাটকের প্রমো: 

 বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।