ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার যমজ শিশু দত্তক নিলেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এবার যমজ শিশু দত্তক নিলেন ম্যাডোনা ম্যাডোনা (ছবি: সংগৃহীত)

স্টেলা ও এস্টার নামে চার বছর বয়সী দুই যমজ কন্যা শিশু দত্তক নিয়েছেন মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মালাবি হাইকোর্ট তাকে দত্তক নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন।

হাইকোর্টের বিচারপতির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেন, ‘দুই কন্যাশিশুকে দত্তক নেওয়ার জন্য ম্যাডোনার আবেদন মঞ্জুর করেছেন আদালত। ’ লিলংওয়েতে অবস্থিত আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন ৫৮ বছর বয়সী এই গায়িকা ও যমজ সন্তানের বাবা।

ওই মুখপাত্র আরও জানান, শর্তসাপেক্ষে যমজ সন্তান দত্তক নেওয়ার অনুমতি পেয়েছেন ম্যাডোনা। দুই শিশুর জন্য যুতসই বাড়ি নিশ্চিতকরণের প্রমাণ দিতে হয়েছে তাকে। এছাড়া ম্যাডোনা, স্টেলা ও এস্টারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মালাবি সরকার কর্তৃক নিযুক্ত ডমিনিক মিসোমেল নামের একজন অভিভাবক। দত্তক সন্তানদের প্রতি ম্যাডোনার দেখাশোনার বিষয়টি পর্যবেক্ষণ করে মালাবি সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন তিনি।

এর আগে মালাবি থেকে ২০০৬ সালে ডেভিড ব্যান্ডা ও ২০০৯ সালে মার্সি জেমস নামে দুই সন্তানকে দত্তক নেন ম্যাডোনা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।