ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্তানদের খরচ দেবেন না ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সন্তানদের খরচ দেবেন না ব্র্যাড পিট ছয় সন্তানের সঙ্গে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)

হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের বাকি মাত্র তিন মাস। এরইমধ্যে একটি খবর চমকে দিলো সবাইকে। সন্তানদের দেখাশোনার জন্য স্ত্রীকে যে এক লাখ মার্কিন ডলার দেওয়ার কথা ছিলো, তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন পিট।

ইনটাচ ম্যাগাজিনের একটি সূত্র জানিয়েছে, ছয় সন্তানকে (ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েন) দেখাশোনা করতে কোনো আপত্তি নেই হলিউডের এই অভিনেতার। কিন্তু ওদের জন্য স্ত্রীকে কোনো অর্থ দেবেন না তিনি।

ছয় সন্তানের সঙ্গে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)ওই সূত্রে আরও জানায়, ছয় সন্তানকে ভরণপোষন না করলেও প্রত্যেক বছর প্রতিটি শিশু কল্যাণ সংস্থায় আড়াই লাখ মার্কিন ডলার জমা দেবেন পিট। যা শিশুদের কল্যাণের জন্য ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।