ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিনটেজ গাড়ি নিয়ে কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ভিনটেজ গাড়ি নিয়ে কঙ্গনা ‘রেঙ্গুন’ ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

নতুন ছবির প্রচারে তারকারা ভিন্নমাত্রা যোগ করেন। বলিউডেও চলছে এই ট্রেন্ড। এর ধারাবাহিকতায় ‘রেঙ্গুন’ ছবির প্রচারে কী করছেন কঙ্গনা রনৌত?

প্রচারের কাজে ভিনটেজ (প্রাচীন) গাড়ি বেছে নিয়েছেন তিনি। শুধু প্রচার নয়, ছবিতেও একই গাড়ি ব্যবহার করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন ‘কুইন’খ্যাত কঙ্গনা।  

শোনা যাচ্ছে, আগামী তিনমাস একই গাড়ি ব্যক্তিগত ও অন্যান্য কাজে ব্যবহার করবেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।      

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এ কঙ্গনার বিপরীতে রয়েছেন সাইফ আলি খান ও শহীদ কাপুর। এ দুজনকে সৈনিক চরিত্রে দেখা যাবে। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

* ‘রেঙ্গুন’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।