ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাটক নিয়ে দিল্লিতে তানিয়া হোসাইন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
নাটক নিয়ে দিল্লিতে তানিয়া হোসাইন তানিয়া হোসাইন (ছবি: সংগৃহীত)

টিভি নাটক ও উপস্থাপনায় ব্যস্ত তানিয়া হোসাইন। মঞ্চনাটকেও তার সুনাম রয়েছে। তানিয়া এবার নিজের নাটক নিয়ে গেলেন ভারতে। সেখানকার দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে তানিয়ার ‘প্রথম পার্থ’ নাটকটি।

তিন বছর আগে থিয়েটার স্কুল প্রাক্তনী মঞ্চে এনেছে ‘প্রথম পার্থ’। ‘১৯তম ভারত রঙ্গ মহোৎসব’-এ প্রদর্শিত হবে এটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিল্লির অভিমঞ্চ মিলনায়তনে এটি প্রদর্শিত হবে। এতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন তানিয়া হোসাইন। মহাভারতের কাহিনি অবলম্বনে বুদ্ধদেব বসুর কাব্যনাট্য থেকে এর নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটকের সংগীত পরিকল্পনা করেছেন পার্থ পড়ুয়া। অভিনয়শিল্পীদের সঙ্গে তিনিও আছেন সেখানে।

‘প্রথম পার্থ’ নাটকের দৃশ্য২০০৩ সাল থেকে নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে জড়িত তানিয়া হোসাইন। দলের হয়ে কয়েকটি প্রযোজনায় অভিনয় করেছেন। দলের বাইরে পালাকারের ‘নারীগণ’ নাটকে অভিনয় করেছেন তানিয়া।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।