ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আপা, প্লিজ আসিফের সঙ্গে একটা গান করেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘আপা, প্লিজ আসিফের সঙ্গে একটা গান করেন’ ফাহমিদা নবী ও আসিফ আকবর (ছবি: সংগৃহীত)

ফাহমিদা নবী ও আসিফ আকবর দু’জনের ভক্তদের চাওয়া এবার একবিন্দুতে মিলছে। প্রথমবারের মতো একই গানে কণ্ঠ দেবেন এই দুই তারকাশিল্পী। 

‘অমন করে তাকিওনা ভালোবাসা হয়ে যাবে’— এমন কথার একটি গানে থাকছে ফাহমিদা-আসিফের কণ্ঠ। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এর রেকর্ডিং হবে।

ভালোবাসা দিবসকে সামনে রেখে তৈরি হচ্ছে গানটি। কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ মুনসী।

বাংলানিউজের সঙ্গে আলাপে ফাহমিদা নবী বলেন, ‘আমার বা আসিফের ভক্তরা প্রায়ই আমাকে বলে, আপা, প্লিজ আসিফের সঙ্গে একটা গান করেন। অাসিফকেও একই ধরনের অনুরোধ শুনতে হয়। দীর্ঘদিন ধরে কথাবার্তা চললেও একসঙ্গে অার গাওয়া হয়ে ওঠেনি। অবশেষে এবার ভালোবাসা দিবসে আসছে চমৎকার গানটি। ’

এদিকে আসিফও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমার কাছে বেশ ভালো লেগেছে গানটি। আমার মনে হয় এটি বাংলা গানের ইতিহাসে টিকে যাওয়ার মতো একটি গান। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।