ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ট্রাফিক পুলিশদের মাস্ক উপহার দিলেন বিবেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ট্রাফিক পুলিশদের মাস্ক উপহার দিলেন বিবেক বিবেক ওবেরয় (ছবি: সংগৃহীত)

সামাজিক কর্মকাণ্ডে বিবেক ওবেরয় বরাবরই সক্রিয়। নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি এসব কাজ করেন। এবার তার উদ্যোগ একটু অন্যরকম। ১০ হাজার ট্রাফিক পুলিশকে মাস্ক উপহার দিলেন বলিউডের এই অভিনেতা।

এ প্রসঙ্গে বিবেকের ভাষ্য, ‘প্রতিটি ট্রাফিক পুলিশকে আমার সালাম জানাই। যারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেন।

এটি একটি ছোট উদ্যোগ। তাই সাধারণ জনগণের কাছে আমার অনুরোধ, আসুন আমরা সবাই হাওয়া বদলাতে সহযোগিতা করি। ’   

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ‘ক্যানসার প্যাশেন্টস এইড অ্যাসোসিয়েশন’-এর (সিপিএএ) সঙ্গে কাজ করছেন বিবেক। এর সঙ্গে যুক্ত হয়ে ‘হাওয়া বদলাও’ নামে একটি স্বপ্লদৈর্ঘের ছবিও নির্মাণ করেছেন তিনি। ছবিটিতে বায়ু দূষণ সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

* ‘হাওয়া বদলাও’ ছবির ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।